Office of the Vice Principal
মধুমতি-নবগঙ্গা বিধৌত নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন লোহাগড়া পৌরসভার প্রাণ কে‡ন্দ্র ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি আদর্শ কলেজটি অবস্থিত। সবুজে শ্যামলে ঘেরা অনুপম শোভা ও সৌন্দর্য মণ্ডিত নারিকেল, সুপারি, আম-কাঠাল, দেবদারু, মেহগনি ও সেগুন ঘেরা বিশাল বনজ সম্পদের মাঝে প্রায় ১৫.০০ একর জমির উপর প্রতিষ্ঠিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজটি । অত্র কলেজটি যাত্রা শুরু করে ০১/০৭/১৯৬৮ খ্রিঃ তারিখে। এইচ,এস,সি ০১/০৭/১৯৭০ খ্রিঃ তারিখে বি.এ/বি.কম/বি.এস.এস. এবং ০১/০৭/২০০৭ খ্রিঃ তারিখে চারটি (বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এবং হিসাববিজ্ঞান) বিসয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয় এবং ১৯৯৯ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচ,এস,সি প্রোগ্রাম অ ২০০৭ সালে বি,এ/বি,এস,এস প্রোগ্রাম চালু হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আগ্রহে নড়াইল জেলাধীন লোহাগড়া উপজেলার লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়কে ১০/১১/২০১৩ ইং তারিখে জাতীয় করণ করা হয়।
১৯৬৮ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণ হওয়ায় তৃণমূল পর্যায়ে সরকারী ব্যবস্থাপনায় শিক্ষা বাবস্থা বিস্তৃত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থীরা স্বল্প বেতনে লেখাপড়ার সুযোগ পেয়েছে।প্রতিষ্ঠানটি নড়াইল জেলা সদর হতে ১৮ কিলোমিটার দূরে লোহাগড়া উপজেলা সদরে লোহাগড়া পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত।
- Teacher Log in
- e-Payment
- e-Library
- College Mates
- বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
- Facebook
- YouTube